দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপড়েন চলছিল। স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করত স্বামী। তা নিয়ে প্রায়ই অশান্তি হত দু’জনের মধ্যে। এমনই অশান্তি চলাকালীন স্ত্রীর মাথায় পাথর দিয়ে মেরে রক্তাক্ত অবস্থায় থানায় আত্মসমর্পণ করল স্বামী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকার আনন্দনগরে। সঙ্কটজনক অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। ধৃতের নাম মিলন বালা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে কাজল বালার সঙ্গে বিয়ে হয় মিলনের। বিয়ের কয়েক বছর পর থেকে তাঁদের সম্পর্কে টানাপড়েনের সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাজলের বিবাহ-বহির্ভূত সম্পর্ক আছে, এই সন্দেহে নিয়মিত ওই দম্পতির মধ্যে অশান্তি হত। শনিবার রাতেও এক প্রস্ত বচসা হয়। সূত্র মারফত জানা গিয়েছে, সেই সময়েই কাজলের উপরে চড়াও হয় মিলন। ওই গৃহবধূর মাথায় পাথর দিয়ে একের পর এক আঘাত করা হয় বলে অভিযোগ।
এ দিকে, আহত স্ত্রীকে হাসপাতালে নিয়ে না গিয়ে রক্তে মাখা পোশাক পরেই থানায় চলে আসে মিলন। সেখানে এসে জানায়, সে এই কাণ্ড ঘটিয়েছে। দ্রুত পুলিশ পৌঁছে কাজলকে উদ্ধার করে প্রথমে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। সেখানে ট্রমা কেয়ারে কাজলের চিকিৎসা চলছে।
এই ঘটনায় কাজলের মা গীতা হালদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে রবিবার মিলনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার নেপথ্যে শুধুই সম্পর্কের টানাপড়েন, না কি অন্য কোনও কারণ আছে— তা দেখছেন তদন্তকারীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)