Advertisement
২৬ এপ্রিল ২০২৪
arrested

Arrest: ব্ল্যাকমেল তরুণীকে, গ্রেফতার যুবক

পুলিশ জানিয়েছে, ১১ এপ্রিল তরুণী শেষবার ভিডিয়ো পাঠিয়েছিলেন। কিন্তুমানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। পরদিন আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ২০ মে ২০২২ ০৫:৫০
Share: Save:

তরুণীর আপত্তিকর ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে বনগাঁর সাইবার ক্রাইম থানার পুলিশ রানাঘাট থেকে অলোক রায় নামে ওই যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৬ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, মাস তিনেক আগে গাইঘাটার বাসিন্দা এক তরুণীকে অলোক ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। নিজের ভুয়ো নাম, ছবি, পরিচয় ব্যবহার করেছিল। পেশায় সে রাঁধুনি। কিন্তু জানিয়েছিল, কেন্দ্রীয় সরকারের একটি হাসপাতালে স্ত্রী রোগ বিশেষজ্ঞ।

দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, তরুণীকে সে বিয়ের প্রতিশ্রুতি দেয়। সেই সূত্রে তরুণীর কিছু ভিডিয়ো চেয়ে নেয়। যা দেখিয়ে পরে ব্ল্যাকমেল শুরু করে বলে অভিযোগ। আরও আপত্তিকর ভিডিয়ো পাঠানোর দাবি করতে থাকে। তরুণী বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন। নানা ভাবে তাঁকে হুমকি দেওয়া হতে থাকে। সোশ্যাল মিডিয়ায় ওই সব ভিডিয়ো ছড়িয়ে দেবে বলে অলোক।

পুলিশ জানিয়েছে, ১১ এপ্রিল তরুণী শেষবার ভিডিয়ো পাঠিয়েছিলেন। কিন্তুমানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। পরদিন আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁর মা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করেন।

পরে তরুণীর পরিবার সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়। তদন্তে নামেন সাইবার ক্রাইম থানার আইসি সুদীপ্ত দে। গ্রেফতার করা হয় অলোককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrested Bangaon Blackmail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE