Advertisement
E-Paper

নির্বাচন নিয়ে বৈঠক

শনিবার জেলাশাসকের দফতরে আয়োজিত এই বৈঠকে ছিলেন জেলাশাসক সঞ্জয় বনশল, পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী-সহ পদস্থ আধিকারিকেরা। এ দিনের বৈঠকে জেলা প্রশাসনের কর্তারা জানান, জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০১:৩৫

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠক করল হুগলি জেলা প্রশাসন।

শনিবার জেলাশাসকের দফতরে আয়োজিত এই বৈঠকে ছিলেন জেলাশাসক সঞ্জয় বনশল, পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী-সহ পদস্থ আধিকারিকেরা। এ দিনের বৈঠকে জেলা প্রশাসনের কর্তারা জানান, জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। এ বারের বিধানসভা নির্বাচনে হুগলিতে মোট ভোটারের সংখ্যা ৪২,৭১০৫৭। তার মধ্যে পুরুষ ২১,৯৬০০১, মহিলা ২০,৭৫০০৬ এবং অন্যান্য রয়েছেন ৫০ জন। জেলা জু়ড়ে মোট ৫১৫০টি ভোটগ্রহণ কেন্দ্র থাকবে। আপাতত ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় এসেছে। স্পর্শকাতর এলাকায় বাহিনীর টহলদারিও শুরু হয়ে গিয়েছে। ৭ই মার্চ আরও ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাওয়ার কথা।

জেলাশাসক সঞ্জয় বনশল বলেন, ‘‘নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোটগ্রহণ কেন্দ্রগুলির উপর কড়া নজরদারি চালাবে বাহিনী।’’

election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy