আমপানে ক্ষতিগ্রস্ত নন তাঁরা। তবুও সরকারি ক্ষতিপূরণের টাকা পঞ্চায়েতের ওই সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকেছে বলে অভিযোগ উঠল হাবড়া ২ ব্লকের গুমা ২ পঞ্চায়েত এলাকায়।
গ্রামবাসীদের একাংশের অভিযোগ, আমপানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনেকেই ক্ষতিপূরণের টাকা পাননি। অথচ পঞ্চায়েত সদস্যদের অনেকেই ক্ষতিগ্রস্ত না হয়েও টাকা পেয়েছেন। ওই পঞ্চায়েতে তৃণমূল, সিপিএম ও বিজেপি সদস্যেরা আছেন। বহু পঞ্চায়েত সদস্য ক্ষতিপূরণের টাকা পেয়েছেন বলে গ্রামের বহু মানুষের অভিযোগ। গোটা ঘটনায় তদন্তের দাবি তুলেছেন বাসিন্দারা। বিজেপিও একই দাবি তুলেছে। বৃহস্পতিবার হাবড়া ২ বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তারা। স্মারকলিপিও দেওয়া হয়। বিডিও মনোতোষ রায় বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের নামের তালিকা নতুন করে তৈরি করা হচ্ছে।’’
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুমা ২ পঞ্চায়েতের মোট আসন ১৯। তৃণমূল ১২টি, সিপিএম ৩, বিজেপি ২ এবং নির্দলের ২টি আসন। অভিযোগ, বেশির ভাগ সদস্যেরই অ্যাকাউন্টে ক্ষতিপূরণের ২০ হাজার করে টাকা ঢুকেছে। কেউ নিজের নামে নিয়েছেন, কেউ আত্মীয়স্বজনদের নামে টাকা নিয়েছে বলে গ্রামবাসীদের একাংশের দাবি। বাসিন্দাদের চাপে এখন অবশ্য ডান বাম সব দলের কিছু পঞ্চায়েত সদস্য বিডিওর কাছে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁরা টাকা ফেরত দিতে চান। শাসকদলের দুই সদস্য অবশ্য আগেই জানিয়েছিলেন, তাঁরা টাকা নেবেন না। তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।