পানিহাটি পুরসভার বেহাল অবস্থার ছবি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। এ বার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে দলের শীর্ষস্তরে চিঠি দিলেন শাসকদলের পুর প্রতিনিধিরা। যদিও এর নেপথ্যে চক্রান্ত রয়েছে বলেই দাবি পুরপ্রধানের। এই ঘটনায় পানিহাটিতে শাসকদলের কোন্দল আরও প্রকাশ্যে আসছে বলেই রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ।
সূত্রের খবর, শনিবার কলকাতার ধর্না মঞ্চের নীচে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর হাতে চিঠিটি তুলে দেওয়া হয়। পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে দু’টি আসন বিরোধীদের। চিঠিতে সই করেছেন উপ পুরপ্রধান ও পাঁচ জন পুরপ্রধান পারিষদ-সহ শাসকদলের ৩২ জন পুর প্রতিনিধি। সূত্রের খবর, চিঠিতে নানা সমস্যার কথা তুলে ধরা হয়েছে। তাঁরা অসহায় পরিস্থিতিতে রয়েছেন বলেও দাবি।
পুরপ্রধান মলয় রায় বলেন, ‘‘আমি ছাড়াও আরও পাঁচ জন পুরপ্রধান পারিষদ রয়েছেন। ব্যর্থতার দায় তো একার নয়।’’ তাঁর আরও দাবি, ‘‘ওই পারিষদদের কাউকে তা হলে পুরপ্রধান করার ভাবনা আসছে কেন? পরিবর্তন চাইলে সকলকেই বদল করা দরকার।’’ টানা ৩৫ বছর পুর প্রতিনিধি থাকার পরে তাঁর যোগ্যতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তা হলে দু’বছর যাঁরা পুর প্রতিনিধি হয়েছেন, তাঁরা কতটা যোগ্য— তা নিয়েও প্রশ্ন তুলেছেন মলয়। ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক তাপস রায় বলেন, ‘‘দল বিষয়টি দেখছে বলে শুনেছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)