অস্বাভাবিক মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রীর। নরেন্দ্রপুর থানার চড়কতলা এলাকার এই ঘটনায় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে ছাত্রীটির পরিবার। যার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যুবক পলাতক। তার খোঁজ চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ছাত্রীটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কৃষ দাস নামে ওই যুবকের। বুধবার সন্ধ্যায় এলাকার কয়েক জন দেখেন, বাড়িতে খাটের উপরে ছাত্রীর দেহ পড়ে রয়েছে, পাশেই রয়েছে ওই যুবক। সেই সময়ে ছাত্রীটির পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীদের কৃষ জানায়, তাকে ফোন করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। তখনই সে এসে ছাত্রীকে বাঁচানোর চেষ্টা করে। না পেরে প্রতিবেশীদের ডাকে।
ছাত্রীটির বাড়ির লোকজনের অবশ্য অভিযোগ, কৃষ-ই শ্বাসরোধ করে খুন করেছে তাকে। প্রতিবেশীরা জানান, কৃষের আচরণগত নানা সমস্যা আছে। সে এলাকার মহিলাদের কু-ইঙ্গিত করত বলে অভিযোগ। ওই ছাত্রীকেও সে নানা ভাবে হুমকি দিত বলে প্রতিবেশীরা জানিয়েছেন। ঘটনার পর থেকে যুবক পলাতক। তার বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। ছাত্রীটির পরিবারের সদস্যেরা যুবকের কঠোর শাস্তির দাবি তুলেছেন। যুবকের বাবা জানান, ছেলে দোষ করলে শাস্তি হোক। পুলিশ জানায়, ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)