এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কুলতলি থানার শাহজাহান গ্রামে। মঙ্গলবার সকালে সুচিত্রা অধিকারী নামে ওই বৃদ্ধার মৃতদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে সুচিত্রাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃতার পরিবার সূত্রে দাবি করা হয়েছে, সোমবার রাতে ছেলে এবং বৌমার সঙ্গে খাওয়াদাওয়া সারেন সুচিত্রা। তার পর নিজের ঘরে শুতে চলে যান। মঙ্গলবার সকালে তাঁকে ডাকতে এসেছিলেন পাড়ারই সুবল সর্দার। কেন সাড়া দিচ্ছেন না তা দেখতে ঘরের ভিতর উঁকি মারতেই তিনি দেখেন সুচিত্রা মেঝেতে পড়ে রয়েছেন। এর পর পাড়ারই লোকজনকে ডেকে দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়। ঘটনাস্থলে আসে পুলিশও। তার পরই সুচিত্রার দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
বৃদ্ধাকে কে বা কারা খুন করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এর পিছনে কি অন্য কোনও রহস্য রয়েছে তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক বছর আগে বৃদ্ধার স্বামী রাজনৈতিক কারণে খুন হন। বৃদ্ধার খুনের পিছনে তেমন কোনও কারণ আছে কিনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ। বৃদ্ধার ছেলে এবং বৌমাকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।