প্রহৃত তরুণী শাশ্বতী ঘোষের বাড়িতে গিয়ে দোষীদের শাস্তি হবেই বলে আশ্বাস দিলেন হাবরার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
মঙ্গলবার বিকেলে জ্যোতিপ্রিয়বাবু বলেন, ‘‘মহিলাদের গায়ে হাত দেওয়া ঘৃণ্য কাজ। আমরা তা বরদাস্ত করব না। শাশ্বতী আমাদের দলের মেয়ে। তাঁকে যারা মারধর করেছে, তাদের শাস্তি হবেই।’’
দিন দু’য়েক আগে নিয়ম ভেঙে বাইক চালানোর জেরে দুর্ঘটনায় পড়ে মার খেতে হয়েছিল হাবরার হিজলপুরের বাসিন্দা শাশ্বতী ঘোষকে। অভিযোগের তির হাবরার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বিশ্বাসের বিরুদ্ধে। তিনি সামনে থাকা সত্ত্বেও কোনও প্রতিবাদ করেননি বলেও অভিযোগ শাশ্বতী ঘোষের। এ দিন মন্ত্রী জানান, দলীয় ভাবেও তদন্ত চলছে। কাউন্সিলর দোষী প্রমাণিত হলে পদক্ষেপ করা হবে। দোষীদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য হাবরা থানার আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন। পুলিশ জানিয়েছে, ওই পেট্রোল পাম্প থেকে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত কাউন্সিলরকে থানায় হাজিরা দেওয়ার জন্য সোমবার নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তিনি এ দিনও আসেননি।
এ দিকে, শাশ্বতীকে মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গণতান্ত্রিক মহিলা সমিতির হাবরা শাখার কর্মীরা থানায় সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পুলিশ তাদের মারধর করেছে বলে অভিযোগ সিপিএম নেত্রী স্বপ্না ঘোষের। সে কথা মানতে চাননি পুলিশ কর্তারা।