দিন পাঁচেক ধরে ছেলের খোঁজ পায়নি পরিবার। শুক্রবার সকালে হঠাৎ খালে ভাসতে দেখা গেল তাঁর দেহ। যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার দাসপাড়া এলাকায়। পরিবারের দাবি, খুন করা হয়েছে ৩০ বছরের সঞ্জিত পোড়েলকে।
পরিবার সূত্রে খবর, গত সোমবার একটি ফোন আসে সঞ্জিতের কাছে। সেই ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তার পর থেকে ফোন বন্ধ ছিল তাঁর। রাতে বাড়ি ফেরেননি। এলাকায় অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। কোথাও সঞ্জিতের খোঁজ না পেয়ে নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন পরিবারের সদস্যেরা।
আরও পড়ুন:
শুক্রবার সকালে সঞ্জিতের বাড়ির কাছে খালেই ভেসে ওঠে তাঁর দেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ছুটে যান পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতের দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকে খুনের অভিযোগ করছে পরিবার। তাদের দাবি, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। কিন্তু কে বা কারা এই ঘটনায় যুক্ত থাকতে পারেন, তা বলতে পারেননি তাঁরা। রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।