নবম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক জনকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার রুদ্রপুর চৌধুরীপাড়ার বড়বাগান এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অজিত বালা। রবিবার বসিরহাট আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজাতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাদুড়িয়ার রুদ্রপুর চৌধুরীপাড়ার বড়বাগান এলাকার বাসিন্দা ওই ছাত্রী বাড়ি ফিরছিল। অভিযোগ, রাস্তায় আলো না থাকার সুযোগে অজিত ওই ছাত্রীকে পাশের বাগানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিলে খুনের হুমকিও দেওয়া হয়। ছাত্রীটি চিৎকার করলে সে ছাত্রীটির মুখে তরল জাতীয় কিছু ছুড়ে পালিয়ে যায়। তার পর ছাত্রীটি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়ে। ইতিমধ্যে চেঁচামেচি শুনে আশপাশের লোকজন চলে আসেন। তারা ছাত্রীটিকে স্থানীয় রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। শনিবার তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, ছাত্রীর মুখে অ্যাসিড ছোড়া হয়েছে বলে খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। যদিও ছাত্রীটিকে পরীক্ষার পরে চিকিৎসকরা জানিয়েছেন, তরলটি বিষাক্ত হলেও সেটি অ্যাসিড নয়। থানায় অজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। শনিবার রাতে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও ধৃতের দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।