নিজের পুরানো প্রেমিকাকে ফিরে পেতেই ভাঙড়ে যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে! তদন্তে নেমে এমনটাই মনে করছে পুলিশ। সেই মতো মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। আহত জাহির পুরকাইতকে গুলি করার অভিযোগে ইনজামামুল পৈলানের খোঁজ শুরু করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যাবেলা ভাঙড়ের ভাটিপোতা এলাকায় রাস্তার ধারে বাইকের উপর বসেছিলেন জাহির। তখনই তাঁর দিকে ছুটে আসে গুলি। ঘটনায় গুরুতর আহত হন জাহির। এখন তিনি আহত অবস্থায় রুবি হাসপাতালে ভর্তি রয়েছেন। কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ডিসি (ডেপুটি কমিশনার) আরিস বিলাল ঘটনাস্থলে পৌঁছন। তদন্তে নেমে পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, জাহিরের স্ত্রীকে ভালবাসতেন তাঁদেরই আত্মীয় ইনজামামুল। ওই তরুণীর পরিবারের সদস্যেরাও চেয়েছিলেন ইনজামামুলের সঙ্গে তাঁদের মেয়ের বিয়ে হোক। কিন্তু জাহিরের সঙ্গে পালিয়ে যান তরুণী। তাঁরা বিয়ে করে নিজেদের এলাকা ছেড়ে ভাটিপোতায় ঘর ভাড়া নিয়ে থাকছিলেন।
আরও পড়ুন:
-
বুঝিয়েসুঝিয়ে নাবালিকা মেয়েকে শ্বশুরবাড়ি রেখে আসেন বাবা, সেই রাতেই ফিরে পেলেন নিথর দেহ
-
আদালতের নির্দেশ! পার্থকে মঙ্গলবারেই এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হল বেসরকারি হাসপাতালে
-
স্যালাইন-কাণ্ড: গ্রেফতার করা যাবে না চিকিৎসক পল্লবীকে, নির্দেশ দিল হাই কোর্ট! তবে তদন্ত চলবে
-
ভাঙড়ে গুলিবিদ্ধ যুবক, রাস্তার ধারে বাইকে বসে থাকার সময়ে হামলা, ভর্তি কলকাতার হাসপাতালে
তদন্তে পুলিশ জেনেছে, বিয়ে হয়ে গেলেও প্রেমিকাকে ভুলতে পারেননি ইনজামামুল। ‘পথের কাঁটা’ সরাতেই জাহিরকে গুলি করে তিনি খুনের চেষ্টা করেন বলে মনে করছেন তদন্তকারীদের একাংশ। ঘটনার পর থেকে পলাতক বনগ্রামের যুবক ইনজামামুল। তাঁর খোঁজ করছে পুলিশ।