এক জনের ভোটার কার্ড থেকে ছবি সরিয়ে নিজের ছবি বসিয়ে ভুয়ো কার্ড তৈরির অভিযোগ উঠল। অভিযুক্ত বাসুদেব ঘরামি ওরফে বাসু মোড়ল বাংলাদেশের বাসিন্দা বলে দাবি। বাগদার পুরদহ এলাকার এই ঘটনায় সোমবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সরকারি আইনজীবী সমীর দাস বলেন, “বাসু আদতে বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। কয়েক বছর আগে এ দেশে এসে জালিয়াতি করে এক জনের ভোটার কার্ডের ছবি পরিবর্তন করে নিজের ছবি বসিয়ে কার্ড তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে বসবাস করছিল।”
অভিযোগ, পুরদহ গ্রামের গণেশ ঘরামির ভোটার কার্ড নকল করেছিল বাসু। গণেশ বলেন, “গত পঞ্চায়েতে ভোট দিতে গিয়ে দেখি, তালিকায় নাম থাকলেও ছবিটা আমার নয়। ভোট দিতে পারিনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, বাংলাদেশ থেকে আসা বাসু ঘরামির ছবি ছিল সেটি। কিন্তু নাম, বয়স, বাবার নাম— সবই আমার! এরপরেই থানায় অভিযোগ জানাই।” স্থানীয় বাসিন্দারা জানান, গণেশ সেজে বাসু ভোটও দিয়েছিল। ওই ভোটার কার্ডের সাহায্যে সে অন্যান্য নথিপত্রও বানিয়েছিল। পুলিশ জানিয়েছে, কোথা থেকে কাদের সাহায্যে বাসু অন্যের ছবি পরিবর্তন করে ভোটার কার্ড করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, বাগদা ব্লকে এই ধরনের কার্যকলাপ নতুন নয়। সম্প্রতি পুলিশ দুর্গাপুর গ্রাম থেকে বাংলাদেশি যুবক রাহুল মণ্ডলকে গ্রেফতার করেছিল। অভিযোগ, দুর্গাপুরের বাসিন্দা মাসুদ মণ্ডলের বাড়িতে ‘ছেলে সেজে’ হিসেবে থাকছিল সে।
পুলিশ রাহুলের কাছ থেকে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড বাজেয়াপ্ত করে। তদন্তকারীরা জানিয়েছিলে, রাহুলের আসল নাম মেহেবুব হাসান রাসেল। বছর দু’য়েক আগে চোরাপথে এ দেশে আসে। মাসুদকে ‘বাবা সাজিয়ে’ নিজের ভারতীয় পরিচয়পত্র তৈরি করে সে। দিন কয়েক পরে পুলিশ ভারতীয় পরিচয়পত্র তৈরি এবং বিক্রির চক্রের হদিস পেয়েছিল। কয়েক জনকে গ্রেফতারও করা হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)