আনাজ কাটার ছুরি দিয়ে প্রাক্তন শ্বশুরকে খুন করার অভিযোগ উঠল প্রাক্তন জামাইয়ের বিরুদ্ধে। বুধবার রাতে নিউ ব্যারাকপুর থানার অধীন লেনিনগড়ের ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের নাম রঞ্জিত রায় (৫৫)। ঘটনার পরে পলাতক প্রাক্তন জামাই দীপঙ্কর হালদারকে মছলন্দপুর থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে নিউ ব্যারাকপুর থানার অধীন লেনিনগড় জি ব্লকের একটি বাড়িতে ওই ঘটনাটি ঘটে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই প্রৌঢ়ের চার মেয়ে। বড় মেয়ের প্রথম পক্ষের স্বামী মাঝেমধ্যে শ্বশুরবাড়িতে যেতেন তাঁদের সন্তানকে দেখতে। ওই রাতেও তেমনই গিয়েছিলেন দীপঙ্কর। রঞ্জিতের পরিবারের দাবি, দীপঙ্কর আচমকা আনাজ কাটার ছুরি প্রৌঢ়ের পেটে ঢুকিয়ে দেন। পেট থেকে ছুরি বার করে জামাইকে ধরার চেষ্টা করতে গিয়ে পড়ে যান ওই প্রৌঢ়। দ্রুত তাঁকে পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানেই প্রৌঢ়ের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, ধারালো অস্ত্রের আঘাত এবং রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে প্রৌঢ়ের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)