Advertisement
E-Paper

মারধর করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, পরের দিনই নিউ ব্যারাকপুরের বাড়িতে আত্মঘাতী বধূ

মঙ্গলবার সকালে নিউ ব্যারাকপুরে বাড়ি থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, সোমবার ওই মহিলাকে মারধর করেছেন এক প্রতিবেশী এবং তাঁর দলবল। সেই লজ্জাতেই মহিলা আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৬:৫৬
মঙ্গলবার সকালে নিউ ব্য়ারাকপুরের বাড়ি থেকে উদ্ধার হয় অনুপমা সরকারের দেহ।

মঙ্গলবার সকালে নিউ ব্য়ারাকপুরের বাড়ি থেকে উদ্ধার হয় অনুপমা সরকারের দেহ। —নিজস্ব চিত্র।

জমি সংক্রান্ত বিবাদের জেরে মহিলাকে মারধরের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এর পর মঙ্গলবার সকালে বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম অনুপমা সরকার (৪৪)। পরিবারের দাবি, সোমবার মারধরের সময়ে মহিলার পোশাকও ছিঁড়ে যায় এবং সেই অবস্থাতেই মারধর করা হয়েছে ওই বধূকে। সেই লজ্জায় তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পানিহাটি হাসপাতালে পাঠানো হয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল, তার অনুসন্ধান শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। যদিও মারধরের সময়ে মহিলার পোশাক ছিঁড়ে যাওয়ার অভিযোগের বিষয়ে পুলিশের তরফে প্রকাশ্যে কিছু জানানো হয়নি।

মৃতের স্বামী সৌরভ সরকারের দাবি, সোমবারের ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে জানতে পারেন স্ত্রীকে মারধর করা হয়েছে। অভিযুক্ত প্রতিবেশী দলবল নিয়ে তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। মারধরের সময়ে স্ত্রীর পরনে পোশাকও ছিঁড়ে গিয়েছিল বলে দাবি মৃতের স্বামীর। স্ত্রীর থেকে ঘটনার বিবরণ শুনে থানায় গিয়ে অভিযোগ জানিয়ে আসেন তিনি। সৌরভের দাবি, সোমবারে রাতের ওই ঘটনার জেরেই স্ত্রী আত্মহত্যা করেছেন। ওই প্রতিবেশীর সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল বলে জানান মৃতের স্বামী। এর আগেও বিভিন্ন সময়ে তাঁদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

মৃতের অপর এক আত্মীয় জানান, বাড়ি লাগোয়া দু’কাঠা জমি রয়েছে। ওই জমিকে কেন্দ্র করেই সৌরভদের সঙ্গে প্রতিবেশী পরিবারের ঝামেলা। সোমবার রাতে বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে হামলা চালানো হয় বলে অভিযোগ ওই আত্মীয়ের। তাঁর দাবি, হামলাকারীরা মত্ত অবস্থায় ছিলেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। মহিলার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছে নিউ ব্যারাকপুর থানা। কী হয়েছে তা জানার জন্য এক প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ।

New Barrackpore North 24 Parganas Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy