Advertisement
০৯ মে ২০২৪

পড়ুয়াদের হেলমেট পরাতে কলেজে চিঠি

মোটরবাইক আরোহী কলেজ পড়ুয়ারা যাতে হেলমেট পরে সেই অনুরোধ করে কলেজের অধ্যক্ষদের চিঠি দিল উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ। ইতিমধ্যেই কয়েকটি কলেজে সেই চিঠি পৌঁছে গিয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা কোনও নির্দেশ নয়। অনুরোধ।

নিজস্ব সংবাদদাতা
হাবরা শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০১:২৬
Share: Save:

মোটরবাইক আরোহী কলেজ পড়ুয়ারা যাতে হেলমেট পরে সেই অনুরোধ করে কলেজের অধ্যক্ষদের চিঠি দিল উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ। ইতিমধ্যেই কয়েকটি কলেজে সেই চিঠি পৌঁছে গিয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা কোনও নির্দেশ নয়। অনুরোধ।

জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘কলেজ অধ্যক্ষদের অনুরোধ করা হয়েছে কারণ এতে আমরা একসঙ্গে বহু মানুষের কাছে পৌঁছতে পারব। হেলমেট নিয়ে সচেতনতা বাড়াতে কলেজগুলি ভাল প্ল্যাটফর্ম।’’

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে হেলমেট ছাড়া বাইক চালানো বন্ধে তৎপর হয়েছে পুলিশ। জেলা প্রশাসন এবং কলেজ সূত্রে জানা গিয়েছে, জেলা পুলিশ সুপারের ওই চিঠি জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষদের কাছে পৌঁছে গিয়েছে। সোমবার হাবরা থানার আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায় তাঁর এলাকার ১০টি সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষদের কাছে পুলিশের চিঠি পৌঁছে দিয়েছেন। কয়েকটি কলেজের সামনে থেকে ছাত্রদের সচেতন করতে পোস্টার এবং ব্যানার লাগিয়েছে পুলিশ। হাবরা শ্রীচৈতন্য কলেজের অধ্যক্ষ ইন্দ্রমোহন মণ্ডল বলেন, ‘‘পুলিশের চিঠি হাতে পেয়েছি। কলেজে এখন পরীক্ষা চলছে। তার পরে কলেজে পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির করা হবে।’’ বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ জানান, পুলিশের চিঠি পাওয়ার পরে ছাত্র সংসদ, স্টাফ রুম-সহ কলেজ গেটে নোটিস দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Ride with Helmets Students Habra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE