তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলেকে কুপিয়ে জখম করল কিছু দুষ্কৃতী।
বাসন্তীর ফুলমালঞ্চ পঞ্চায়েতের সদস্য জাকির শেখের ছেলে সাদ্দাম শেখ মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন। নেবুখালি মোড়ের কাছে ধারাল অস্ত্র নিয়ে তাঁর উপরে চড়াও হয় দুষ্কৃতীরা।
এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন এলাকার বিজেপি নেতারা। সাদ্দামকে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতাল ও পরে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার বারুইপুরে বিজেপির যোগদান মেলায় বাসন্তী থেকে কিছু যুব তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। তারপর থেকেই নতুন করে অশান্তি শুরু হয়েছে বাসন্তীতে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাগাতার অশান্তি লেগে থাকা বাসন্তী গত প্রায় চার মাস তুলনায় অনেক শান্ত। বিধানসভা ভোটের আগে দলীয় কোন্দল ভুলে এক সঙ্গে চলার অঙ্গীকার করেছে তৃণমূলের দুই গোষ্ঠী। কিন্তু মঙ্গলবারের পর এলাকা ফের অশান্ত হওয়ার ইঙ্গিত মিলেছে। বাসন্তী থেকে পঞ্চায়েত সমিতির সদস্য জালাল মোল্লার নেতৃত্বে বহু যুব তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ওই রাত থেকেই উত্তপ্ত এলাকা। বাসন্তী ব্লক তৃণমূলের নেতা আব্দুল মান্নান গাজির অভিযোগ, ‘‘বাসন্তীর কিছু চোর, চিটিংবাজ জালাল মোল্লার নেতৃত্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমাদের ফুলমালঞ্চ অঞ্চল তৃণমূলের সভাপতি জাকির শেখের ছেলে সাদ্দামকে পরিকল্পিত ভাবে খুনের চেষ্টা করেছে।’’ যদিও অভিযোগ অস্বীকার করেছেন জালাল। তিনি বলেন, ‘‘পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। এর পিছনে বিজেপির হাত নেই। বিজেপিকে বদমান করতে কুৎসা রটাচ্ছে তৃণমূল।’’
কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।