‘মাটি মাফিয়া’দের দৌরাত্ম্যে পাকা রাস্তা ভরে গিয়েছে কাদায়। ঘটছে দুর্ঘটনা। অভিযোগ, গত দু’দিনে আহত হয়েছেন বেশ কয়েক জন। হাড়োয়া থানা এলাকার হাড়োয়া নাসিরহাটি রোডের এই অবস্থা।
স্থানীয় সূত্রের খবর, হাড়োয়া থানার খাসবালান্দা পঞ্চায়েতের হাড়োয়া থেকে নাসিরহাটি যাতায়াতের পাকা সড়কের দু’পাশের জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে কিছু লোক। দিনের আলোয় মাটি কাটা হয়, রাতে সেই মাটি ডাম্পারে ভরে নিয়ে যাওয়া হয় অন্যত্র। ঝুরো মাটি পড়ে থাকে রাস্তায়। গত দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টিতে সেই মাটির উপরে কাদা হয়ে পিচ্ছিল হয়েছে পথ। তাতেই ঘটছে দুর্ঘটনা।
বিশেষ করে বাইক, সাইকেল নিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়েছেন মানুষ জন। বিপাকে পড়েছে পড়ুয়ারাও। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অভিযোগ, প্রতিবাদ করলে হুমকি আসে মাটি ব্যবসায়ীদের থেকে। পঞ্চায়েতে জানিয়ে কোনও কাজ হয়নি।
স্থানীয় বাসিন্দা সোমনাথ দাস, সালাম মোল্লা, শাহাবুদ্দিন মোল্লারা বলেন, ‘‘এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ও পঞ্চায়েতের সদস্যদের মদতেই বেআইনি মাটির কারবার চলছে। গ্রামের কারও কিছু বলার ক্ষমতা নেই। কিছু বললেই নানা ধরনের হুমকি আসে। পুলিশও নেতাদের কথায় চলে।’’ গত দু’দিনে অনেকে রাস্তায় পিছলে পড়ে গিয়েছেন বলে অভিযোগ গ্রামের মানুষের।
খাসবালান্দা পঞ্চায়েতের সদস্য তরিকুল আলম বলেন, ‘‘বিষয়টি জানার পরে আমরা মাটি কাটা বন্ধ করে দিয়েছি। মাটির কারবারিদের বলেছি, মানুষের বিপদ ঘটছে, ফলে রাস্তা যেন পরিস্কার করে দেওয়া হয়। যাতায়াত করতে গিয়ে গ্রামবাসীরা বিপদে পড়বেন, এমন কাজ আমরা করতে দেব না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)