রাস্তা সম্প্রসারণের জন্য কাটা হচ্ছে গাছ। তার প্রতিবাদে বুধবার সকালে দেগঙ্গার মিছিল করল গাছপ্রেমীরা। কিন্তু এ সব উন্নয়নে বাধা বলে পাল্টা দাবি করেন এলাকার বাসিন্দারা।
টাকি রোডের সম্প্রসারণের জন্য বারাসত থেকে বেড়াচাঁপা পর্যন্ত চলছে গাছ কাটা। তার প্রতিবাদেই এ দিন দেগঙ্গার মানুষ কার্তিকপুর বাসস্ট্যান্ড থেকে দেগঙ্গা থানা পর্যন্ত পোস্টার নিয়ে মিছিল করেন। যোগ দেন মহিলারাও।
এ দিন দেগঙ্গার কার্তিকপুর-টাকি রোডের ধারেও গাছ কাটা চলছিল। সে সময় টাকি রোড গাছ বাঁচাও কমিটির মিছিল থেকে কয়েকজন গিয়ে গাছ কাটার অনুমতি পত্র দেখতে চান। অনুমতিপত্রে গাছ কাটার দিন পার হয়ে গিয়েছে। তারপর কেন গাছ কাটা হচ্ছে, তা প্রশ্ন করাতে এড়িয়ে যান গাছ কাটতে আসা লোকজনেরা। পরে আন্দোলনকারীরা গাছ কাটা বন্ধ করে দেন।