Advertisement
১৮ মে ২০২৪

গান, নৃত্য, কবিতায় রবীন্দ্র-প্রণাম

বসিরহাট মহকুমা-সহ জেলা জুড়ে রবিবার পালিত হল রবীন্দ্র জয়ন্তী। এ দিন সকালে বসিরহাট ডিস্ট্রিক রিপোটার্স ক্লাবের উদ্যোগে ইছামতীর নদীর ধারে গান, কবিতার মধ্যে দিয়ে পালিত হয় বিশ্বকবির জন্মদিন।


বনগাঁয় কবিপ্রণাম। ছবি: নির্মাল্য প্রামাণিক।

বনগাঁয় কবিপ্রণাম। ছবি: নির্মাল্য প্রামাণিক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০২:০৪
Share: Save:

চির নূতনেরে দিল ডাক/ ২৫ শে বৈশাখ।

বসিরহাট মহকুমা-সহ জেলা জুড়ে রবিবার পালিত হল রবীন্দ্র জয়ন্তী। এ দিন সকালে বসিরহাট ডিস্ট্রিক রিপোটার্স ক্লাবের উদ্যোগে ইছামতীর নদীর ধারে গান, কবিতার মধ্যে দিয়ে পালিত হয় বিশ্বকবির জন্মদিন। বসিরহাট বইমেলা কমিটির পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। ইছামতীর তীরে কবির প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। স্থানীয় ভবানীপুর বাগানপাড়ার বাসিন্দারা প্রভাতফেরি বের করেন। ছিল ছবি আঁকা, বিতর্ক প্রতিযোগিতা। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ দিন বসিরহাটের নেতাজি ইউনিয়ন ক্লাবের মহিলা সদস্যরা গীতি আলেখ্য, গান, কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করেন।

পশ্চিমবঙ্গ যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষে সন্দেশখালির বেড়মজুর গ্রামের বটতলায় রবীন্দ্রজয়ন্তী পালন হয়। ছিল ছবি আঁকা, আবৃত্তি, বিতর্ক সভা। স্বরূপনগরের হরিশপুর গ্রামে অবকাশ সাংস্কৃতিক চক্র কবি প্রণামের অনুষ্ঠান করে। এখানে মিষ্টি মুখের পরে খুদদের মধ্যে রবি ঠাকুরের ছবি বিলি করা হয়। এ ছাড়াও বারাসত, বনগাঁ, গোসাবা, টাকি, হাড়োয়া, বাদুড়িয়া, মিনাখাঁ-সহ বিভিন্ন জায়গায় রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হয় রবিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rabindranath tagore rabindra jayanti
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE