সন্ত্রাসমুক্ত পৃথিবী চাই। মানবতাকে রক্ষা করো। পোস্টারে লিখে এমন নানা বার্তাই দিল খুদে পড়ুয়ারা। পহেলগামে সন্ত্রাসবাদী হানায় নিহতদের শ্রদ্ধা জানিয়ে স্মরণসভার আয়োজন করেছিলেন গাইঘাটা থানার শশাডাঙা এফপি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার সেই স্মরণসভাতেই মানবতার এই বার্তা দিল পড়ুয়ারা।
প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় দুশো। রয়েছে সব সম্প্রদায়ের পড়ুয়া। এ দিন ওই হানায় নিহত পর্যটকদের যখন শ্রদ্ধা জানানো হচ্ছে, তখন হাতে পোস্টার ধরে ছিল ছোটরা। তারা লিখেছে, ‘‘সন্ত্রাসমুক্ত পৃথিবী চাই।’’ কোনও পোস্টারে লেখা ছিল, ‘‘সন্ত্রাসবাদ বন্ধ করো, মানবতাকে রক্ষা করো।’’ হাতে মোমবাতি জ্বালিয়ে নিহত পর্যটকদের শ্রদ্ধা জানায় সকলে।
শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের কাছে তাদের অনুভূতির কথা জানতে চান। চতুর্থ শ্রেণির সৃজা ঘোষ, প্রাক-প্রাথমিকের রিহান গাজি, পঞ্চম শ্রেণির বনি ভট্টাচার্য, চতুর্থ শ্রেণির সুরজ বিশ্বাস— সকলেই জানায়, ওই ঘটনায় তারা দুঃখ পেয়েছে। ছোট ছেলেমেয়েদের কথায়, ‘‘আমরা বেড়াতে গেলে আমাদের সঙ্গেও তো এমন ঘটতে পারত!’’ পড়ুয়ারা সন্ত্রাসবাদীদের শাস্তিও দাবি করেছে। সেই সঙ্গে বলেছে, ‘‘স্যর, আমরা সন্ত্রাসমুক্ত পৃথিবীতে বাঁচতে চাই।’’
শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের বলেন, ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই অস্থির পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।’’ প্রধান শিক্ষক বাবুলাল সরকার আগে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। তিনি পড়ুয়াদের কাশ্মীরের ছবি দেখিয়েছেন। তিনি বলেন, ‘‘এমন ঘটনা মেনে নেওয়া যায় না। সব ধর্মের মানুষকে আরও সঙ্ঘবদ্ধ থাকতে হবে।’’ শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, পহেলগামের ঘটনার ‘যোগ্য জবাব’ দেশের সেনাবাহিনী নিশ্চয়ই দেবে। সেই সঙ্গেই দেশের সব ধর্মের শিশু থেকে বয়স্ক— সকলকে সজাগ থাকতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)