সিগল্যাল ভেঙে দু’টি অটোয় ধাক্কা মারল একটি পণ্যবাহী গাড়ি। মঙ্গলবার সকালে গড়িয়ার ঢালাই ব্রিজের কাছে এই ঘটনায় অটোয় থাকা শিশু, মহিলা-সহ সাত জন জখম হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে গড়িয়া শীতলা মন্দিরের দিক থেকে গড়িয়া স্টেশনের দিকে যাচ্ছিল অটো দু’টি। পাটুলির দিক থেকে কামালগাজির দিকে আসছিল পণ্যবাহী গাড়িটি। সেটি বেপরোয়া গতিতে চলছিল বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঢালাই ব্রিজের কাছে সিগন্যাল ভেঙে দ্রুত এগোতে গিয়ে দু’টি অটোয় ধাক্কা মারে গাড়িটি। রাস্তায় ছিটকে পড়েন অটোচালক-সহ যাত্রীরা।
পুলিশ জানায়, সাত জন জখম হন। তাঁদের মধ্যে একাধিক শিশু, মহিলাও ছিলেন। সকলকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। গুরুতর জখম এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে। স্থানীয় সূত্রের খবর, ওই ব্যক্তি গরফা এলাকায় থাকেন। বাকি আহতেরা গড়িয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনার পরে পণ্যবাহী গাড়িটি ফেলে পালান চালক। পুলিশ জানিয়েছে, গাড়িটি আটক করা হয়েছে। চালকের খোঁজে তল্লাশি চলছে।
অন্য দিকে, এ দিনই বিকেলে তারদহ-সোনারপুর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে একটি সিমেন্ট বোঝাই ট্রাক। ঘটনায় জখম হন ট্রাকচালক ও খালাসি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)