ম্যানগ্রোভ কাটার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। মৈপিঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া-ভুবনেশ্বরী পঞ্চায়েতের পেটকুলচাঁদ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা তারাপদ কয়াল স্থানীয় নদীর চরের ম্যানগ্রোভ কেটে সাফ করে সেখান থেকে মাটি নিয়ে বাড়ি তৈরি করছিলেন। ক’দিন ধরে চলছিল এই কর্মকাণ্ড। বৃহষ্পতিবার স্থানীয় মানুষজন পুলিশকে বিষয়টি জানান। শুক্রবার সকালে এলাকায় যায় পুলিশ। কাজ বন্ধ করে দেওয়া হয়। গ্রেফতার করা হয় তারাপদ-সহ কাজে যুক্ত আট জনকে। তারাপদ এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। স্থানীয় বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)