এক বালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার হল প্রতিবেশী যুবক। অভিযোগ, খেলার নাম করে ডেকে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, উত্তর শহরতলি এলাকার বাসিন্দা ওই যুবক দিনকয়েক আগে তার এক প্রতিবেশী বালিকাকে বাড়িতে ডাকে। ওই মেয়েটির পরিজনদের দাবি, মাঝেমধ্যেই খেলার জন্য তাকে নিজের বাড়িতে ডাকত ওই যুবক। দিনকয়েক আগেও সে একই ভাবে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল ওই নাবালিকাকে। সেই সময়ে ওই যুবকের বাড়িতে কেউ ছিলেন না। অভিযোগ, তখনই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়। অনেক ক্ষণ হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিজনেরা ডাকাডাকি করায় বাড়ি ফিরে আসে ওই নাবালিকা।
পরিবারের দাবি, বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে বছর ছয়েকের ওই মেয়েটি। প্রথমে কিছু না বললেও পরে তার সঙ্গে হওয়া যৌন হেনস্থার কথা জানায় সে। এর পরে পরিজনেরা ওই যুবকের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তখন তাঁরা বেলঘরিয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ স্টেশন সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। স্থানীয় সূত্রের খবর, ওই যুবক এলাকায় বিজেপি নেতা বলে পরিচিত। এ দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রতিবাদে নেমেছে তৃণমূল। কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা বলেন, ‘‘এ হেন কাজ সমর্থন করার কোনও প্রশ্ন নেই। বিজেপির এটাই সংস্কৃতি। পুলিশকে অনুরোধ করেছি আইনানুগ ব্যবস্থা নিতে।’’ পাল্টা সুর চড়িয়েছে বিজেপি-ও। বিজেপি নেতা কিশোর কর বলেন, ‘‘ওই যুবক আমাদের দল করেন কিনা, জানা নেই। তবে অপরাধ করলে নিশ্চয়ই শাস্তি পাবেন। তৃণমূলের মতো আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। অপরাধীকে আড়াল করি না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)