গত এক মাসে টিউশন পড়তে যাওয়া ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে হাবরার খারো মহিষাদাসপাড়া এলাকার বাসিন্দা সঞ্জয় দাস ওরফে সুকুমার নামে ওই শিক্ষককে পুলিশ ধরে। ছাত্রীটিকে অসুস্থ অবস্থায় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার ধৃতকে বারাসত জেলা আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় শিক্ষকতা ছাড়াও ভ্যান চালান। বছর এগারোর মেয়েটি সঞ্জয়ের কাছে পড়তে যেত। গ্রামের অন্য ছেলেমেয়েদের সঞ্জয় দুপুরে পড়ালেও ওই ছাত্রীটিকে সন্ধ্যার পরে পড়াতেন। অভিযোগ, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় সঞ্জয় প্রথম ছাত্রীটিকে ধর্ষণ করা হয়। তার পরে ভয় দেখিয়ে আরও পাঁচবার তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শনিবার সকালে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। তার মাকে সব জানায়। এরপরই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সঞ্জয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।