টেট পরীক্ষার ফর্ম নেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘর্ষ বাধল বসিরহাটে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশকে রিভলবার বার করতে হয়। লাঠিও চালানো হয় বলে অভিযোগ। যদিও দু’টি ঘটনাই মানতে চায়নি পুলিশ। বসিরহাটের আইসি গৌতম মিত্র জানান, হাজার হাজার ছাত্রছাত্রী, অভিভাবক আর ফর্ম দেওয়ার কাউন্টার মাত্র একটি। তাই গণ্ডগোলের আশঙ্কায় সকাল থেকে পুলিশি ব্যবস্থা রাখা হয়েছিল। বিকেলে ফর্ম দেওয়া বন্ধের পরেও কয়েক হাজার ছেলেমেয়ে ফর্মের দাবিতে উত্তেজিত হয়ে পড়ে। তখন বাধ্য হয়ে তাদের কাউন্টারের সামনে থেকে সরিয়ে দিতে হয়। গৌতমবাবু জানান, শুক্রবার থেকে যাতে আরও কয়েকটি কাউন্টার থেকে ফর্ম বিলির ব্যবসা করা যায়, সে জন্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা হয়েছে।’’
বুধবার থেকে বসিরহাট শহরের জামরুলতলার কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে টেট পরীক্ষার ফর্ম দেওয়া হচ্ছে। লাইনে দাঁড়ানো ছেলেমেয়েদের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পুলিশ এবং ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে ছেলেমেয়েদের এক দফা হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়। সে সময়ে ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দিনভর লাইন সামলানো নিয়ে মাঝে মধ্যেই বচসা বাধে। ১০-১৫ জন পুলিশ কর্মী পরিস্থিতি সামাল দিচ্ছিলেন।
বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ ফর্ম দেওয়া বন্ধ হলে উত্তেজনা ছড়ায়। তখনও অনেকে ফর্ম না পেয়ে লাইনে দাঁড়িয়ে। অনেকেই ভোর থাকতে লাইন দিয়েছেন। অনেকে ব্যাঙ্কের গেট ধরে টানাটানি করছে দেখে পুলিশ তাদের বাধা দেয়। শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা। সে সময়ে কাউন্টারের গেটের কাছে সাদা পোশাকে থাকা এক পুলিশকর্মীকে ছেলেমেয়েরা ঘিরে ধরে টানাটানি, ধাক্কাধাক্কি করতে শুরু করে বলে অভিযোগ। ওই পুলিশ কর্মী পকেট থেকে রিভলবার বের করে হুমকি দেন। এতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে বেপরোয়া ভাবে লাঠি চালায় বলে অভিযোগ।