Advertisement
০২ মে ২০২৪

শোভনের কাছে সন্ত্রাস বন্ধের আর্জি সুভাষের

ভোট গণনার পর থেকে বাসন্তীতে শাসক দলের লোকজন লাগাতার সন্ত্রাস চালাচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন প্রাক্তন সেচমন্ত্রী তথা বাসন্তীর প্রাক্তন বিধায়ক সুভাষ নস্কর৷

নিজস্ব সংবাদদাতা
বাসন্তী শেষ আপডেট: ০৪ জুন ২০১৬ ০২:০৭
Share: Save:

ভোট গণনার পর থেকে বাসন্তীতে শাসক দলের লোকজন লাগাতার সন্ত্রাস চালাচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন প্রাক্তন সেচমন্ত্রী তথা বাসন্তীর প্রাক্তন বিধায়ক সুভাষ নস্কর৷ সন্ত্রাস বন্ধের আর্জি জানিয়ে স্থানীয় সাংসদ-বিধায়কের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুক্রবার তৃণমূলের জেলা সভাপতি তথা পরিবেশ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও এক ফ্যাক্স-বার্তায় সুভাষবাবু সে কথাই জানান। তথ্য-পরিসংখ্যান দিয়ে সুভাষবাবুর দাবি, ভোট গণনার পর থেকে তৃণমৃলের সন্ত্রাসে বাসন্তী এলাকার প্রায় ৫০০ পরিবার ঘরছাড়া, বামফ্রন্টের ১৪টি দলীয় কার্যালয় দখল করে নেওয়া হয়েছে৷ এ ছাড়া, নিত্যদিনই দলীয় কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর, লুঠপাঠ চালানো হচ্ছে। আর্থিক জরিমানা-সহ চলছে নানা অত্যাচার৷ সুভাষবাবু এ দিন ফ্যাক্স করে এ সব বন্ধেরই আর্জি জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতির কাছে৷

সুভাষবাবু বলেন, ‘‘আমি শোভনবাবুকে তার মন্ত্রী হওয়া নিয়ে অভিনন্দন জানিয়েছি৷ পাশাপাশি জানিয়েছি, বাসন্তীতে তাঁর দলের হাতে আমাদের দলীয় কর্মীরা নানা ভাবে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি যেন সহানুভূতির সঙ্গে দেখে তিনি বন্ধ করার ব্যবস্থা নেন।’’ যে সব বাম কর্মী-সমর্থক ঘরছাড়া, তাঁদের ফেরানোর ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি। সেই সঙ্গে বন্ধ দলীয় কার্যালয় খোলার ব্যাপারে শোভনবাবুর কাছে অনুরোধ জানিয়েছেন।

শোভনবাবু বলেন, ‘‘তৃণমূল কখনও হিংসার রাজনীতি করে না৷ তবে সুভাষবাবু আমাকে ফ্যাক্স করে বিষয়গুলি জানিয়েছেন৷ আমি যথাসাধ্য চেষ্টা করব তা দেখার৷’’ তাঁর দাবি, ভোট গণনার আগে থেকে সূর্যবাবুরা (সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র) যে ভাবে তৃণমূলের কর্মী-সমর্থকদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন, তা মেটাতে কিছুটা সময় লাগছে৷ শোভনবাবুর আশা, পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাবে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sovan Chatterjee Subhas Naskar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE