Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sea Beach

Accident: তীরে ফেরার পথে বকখালিতে ডুবল নামখানার ট্রলার, নিখোঁজ ১০ মৎস্যজীবী

দিন পাঁচেক আগে ফ্রেজারগঞ্জ উপকূল থানার দশমাইল ঘাট থেকে ১২ জন মৎস্যজীবীকে নিয়ে ইলিশ ধরতে যায় ট্রলারটি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নামখানা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ১৬:২১
Share: Save:

তীরে ফেরার পথে ডুবল তরী। তার জেরে নিখোঁজ দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার ১০ মৎস্যজীবী। এই ঘটনা ঘটেছে বকখালিতে রক্তেশ্বরী চরের কাছে। নিখোঁজদের সন্ধান চলছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করেছে আশপাশে থাকা অন্যান্য মৎস্যজীবীদের ট্রলারগুলি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে বকখালি থেকে ২০ কিলোমিটার দূরে রক্তেশ্বরী চরের কাছে ঢেউয়ের দাপটে উল্টে যায় এফবি হৈমবতী নামের ওই ট্রলারটি। ট্রলারে মোট ১২ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। তবে ১০ জন এখনও নিখোঁজ।

দিন পাঁচেক আগে নামখানার ফ্রেজারগঞ্জ উপকূল থানার দশমাইল ঘাট থেকে ১২ জন মৎস্যজীবীকে নিয়ে ইলিশ ধরতে সমুদ্রে রওনা দিয়েছিল ওই ট্রলারটি। সমুদ্রে কয়েক দিন মাছ ধরার পর ফিরে আসছিল ট্রলারটি। বুধবার ভোরে ট্রলারের কেবিনে বিশ্রাম নিচ্ছিলেন সকলে। বাকি দু’জন ছিলেন ট্রলারের বাইরে। বঙ্গোপসাগরে রক্তেশ্বরী চরের কাছে ঢেউয়ের দাপটে আচমকাই বিপত্তি ঘটে। এ নিয়ে কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ‘‘সবে ইলিশের মরসুম শুরু হয়েছে। তার মাঝেই ট্রলার ডুবি হয়ে ১০ জন মৎস্যজীবী নিখোঁজ। বিষয়টি মৎস্য দফতরকে জানিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sea Beach Diamond Harbour namkhana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE