একটি চুরির ঘটনাকে ঘিরে রবিবার রাতে নিউ ব্যারাকপুর থানা এলাকার অধীন দক্ষিণ তালবান্দায় তুমুল উত্তেজনা ছড়ায়। চলে গুলি। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতেরা হলেন রাহুল মণ্ডল এবং প্রণব বিশ্বাস। রাহুলকে সোমবার ব্যারাকপুর আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজত হয়। প্রণব মাদক পাচারের অভিযোগে কয়েক মাস আগে জেল খেটে ফিরেছেন।
স্থানীয়দের একাংশ জানান, রবিবার বেশি রাতে একটি মন্দির থেকে বেরিয়ে দু’জনকে পালাতে দেখেন তাঁরা। সন্দেহ হওয়ায় চোর, চোর চিৎকার করে দু’জনের পিছু ধাওয়া করে এক ব্যক্তিকে ধরেও ফেলেন। অন্য জন পালিয়ে যায়। ধরে ফেলা ওই যুবককে আটকে রেখে তার সঙ্গীর খোঁজ শুরু করেন বাসিন্দারা।
খবর পেয়ে হাজির হন বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের সদস্যা ঝর্না সরকার। এর কিছু পরে সেখানে হাজির হয় পাঁচ যুবক। অভিযোগ, তাদের মধ্যে দু’জন শূন্যে গুলি ছোড়ে। এর পরেই তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে গেলে আটক হওয়া যুবককে তাদের হাতে তুলে দিলে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়দের অভিযোগ, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে গিয়েছেন ওই পঞ্চায়েত সদস্যা।
স্থানীয়দের দাবি, পালানোর আগে হুমকি দিয়েছে অভিযুক্তেরা। ব্যারাকপুর ২ নম্বর পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ সজল দাস জানান, পঞ্চায়েত সদস্যার সামনেই গুলি ছোড়া হয়েছে। নিউ ব্যারাকপুর থানার পুলিশ জানিয়েছে, একটি গুলি চলেছে। দ্বিতীয় গুলি চলার কোনও প্রমাণ এখনও মেলেনি। তবে সেই তথ্য যাচাই করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)