পাকিস্তান ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না তা নিয়ে এখনও সংশয় রয়েছে। বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। যদিও সেই হুমকির পরেই ১৫ জনের দলও ঘোষণা করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা জানিয়ে দিলেন, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এগিয়ে নামবেন তাঁরা।
ভারত বিশ্বকাপের আয়োজক দেশ হলেও পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেই কারণেই তাঁরা সুবিধা পাবেন বলে মনে করছেন সলমন। দলঘোষণার পর সাংবাদিক বৈঠকে সলমন বলেন, “বাকি সব দলকে প্রতি ম্যাচে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। অন্য মাঠে খেলতে হবে। কিন্তু আমরা একটা হোটেলেই থাকব। দুটো মাঠে আমাদের সব ম্যাচ খেলব। তাতে আমাদের সুবিধাই হবে। ভারতের বিরুদ্ধে আমরা এগিয়েই নামব।”
সুবিধা পেলেও বিশ্বকাপ জিততে হলে বা ভারতকে হারাতে বলে তাঁদের ভাল খেলতে হবে বলে মনে করেন সলমন। ঠিক যেমনটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল ভারত। পাশাপাশি সূর্যকুমার যাদবদের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সলমন বলেন, “ভারত ভাল খেলেছিল বলেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। আমাদেরও সেটাই করতে হবে। ভারতের মতোই সুবিধা আমরা পাব। ভারতকে হারাতে পরিকল্পনা তৈরি করে ফেলেছি। মাঠে নেমে সেটা করে দেখাতে হবে। এ বার আমরা সেটাই করব।”
আরও পড়ুন:
তবে এই হুঁশিয়ারির মধ্যেও মূল প্রশ্ন, পাকিস্তান কি বিশ্বকাপে খেলবে? এই প্রসঙ্গে তাঁদের কিছু বলার নেই বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর আকিব জাভেদ। তিনি বলেন, “আমাদের কাজ দল নির্বাচন করা। আমরা অনেক ভেবে তার পর দল তৈরি করেছি। পাকিস্তান খেলতে যাবে কি যাবে না, সেটা সরকার ও বোর্ডের সিদ্ধান্ত। সেখানে আমাদের কিছু বলার নেই। চেয়ারম্যান নকভি জানিয়েছেন, সরকার সেই সিদ্ধান্ত নেবে। আমরাও সে দিকেই তাকিয়ে রয়েছি।”
ইতিমধ্যেই ভারতে খেলতে আসতে না চাওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে আইসিসি। বিকল্প দেশ হিসাবে খেলবে স্কটল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের। এখন দেখার পাকিস্তান খেলার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।