বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকার। পুলিশ শুক্রবার রাতে বনগাঁর পাইকপাড়া থেকে সাহেব আলি মণ্ডল নামে এক জনকে গ্রেফতার করেছে। অন্য অভিযুক্ত শাহনওয়াজ শেখ পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। তার খোঁজ চলছে। শনিবারসাহেবকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার ঠাকুরনগর এলাকার বাসিন্দা শ্যামলকুমার বিশ্বাস গাইঘাটা থানায় লিখিত অভিযোগে জানান, তাঁর দুই ভাইকে সিঙ্গাপুর ও আলবেনিয়ায় চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল সাহেব ও শাহনওয়াজ। গত বছরের ১৬ সেপ্টেম্বর ধাপে ধাপে অভিযুক্তদের হাতে ৪ লক্ষ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। শ্যামলের অভিযোগ, টাকা নেওয়ার পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দুই ভাইকে বিদেশে কাজে পাঠানোর কোনও ব্যবস্থা করা হয়নি। বার বার যোগাযোগ করা হলে অভিযুক্তেরা নানা অজুহাত দিতে থাকে। শেষ পর্যন্ত টাকা ফেরত চাইলে সাহেব দাবি করে, সে পুরো টাকা শাহনওয়াজকে দিয়ে দিয়েছে। এর পর থেকেই অভিযুক্তেরা যোগাযোগ এড়িয়ে চলতে শুরু করে।
বনগাঁ মহকুমা জুড়ে বিদেশে চাকরির লোভ দেখিয়ে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে বলে অভিযোগ। বিদেশে কাজের স্বপ্নকে পুঁজি করে এক শ্রেণির দালালচক্র গজিয়ে উঠেছে। তারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে। গত বছরও এ ধরনের একাধিক ঘটনা সামনে এসেছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)