Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Behala

TWA annual meet: টুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হল কলকাতায়

দেশ ও রাজ্যে পর্যটন প্রসারের সঙ্গে সঙ্গে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে টুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ০১:২৩
Share: Save:

দেশ ও রাজ্যে পর্যটন প্রসারের সঙ্গে সঙ্গে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে টুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার সংস্থাটির বর্ষিক সভা অনুষ্ঠিত হল কলকাতায়। এই সভায় উপস্থিত ছিলেন গুজরাত টুরিজমের অনুজিৎ মুখোপাধ্যায় এবং কাশ্মীর টুরিজমের প্রতিনিধি আসানউল হক।

অ্যাসোসিয়েশনের সভাপতি দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ পর্যটনের সঙ্গ যুক্ত ব্যবসায়ীদের সংগঠন হলেও পর্যটকদের সমস্ত রকম সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিগত দিনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।’’ তিনি সামাজিক কর্মকাণ্ডের উদাহরণ দিয়ে বলেন, ‘‘দার্জিলিংয়ে ধসে আটকে পড়া পর্যটকদের উদ্ধার, বুকিং করে প্রতারিত হওয়া পর্যটক অর্থ উদ্ধারে সাহায্যের মতো কাজ করে থাকে সংগঠন।’’

কিছুদিন আগে ডুয়ার্সের সমস্যা নিয়ে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার সঙ্গে বৈঠক করে সংগঠনের প্রতিনিধিরা। এই বার্ষিক সভায় তাঁরও উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু তিনি কোনও কারণে আসতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Behala west bengal tourism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE