Advertisement
২০ এপ্রিল ২০২৪

তিনটি চোরাই বাইক উদ্ধার, ধৃতেরা পুলিশ হেফাজতে

মোটরবাইক চুরি চক্রে জড়িত থাকার অভিযোগে ধৃত তিন যুবকের ৫ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। রবিবার গভীর রাতে তাদের স্বরূপনগর থেকে গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০২:৪৫
Share: Save:

মোটরবাইক চুরি চক্রে জড়িত থাকার অভিযোগে ধৃত তিন যুবকের ৫ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। রবিবার গভীর রাতে তাদের স্বরূপনগর থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অচিন্ত্য দাস, ইউনুস গাজি এবং রউফ মণ্ডল। এদের মধ্যে অচিন্ত্যের বাড়ি হাকিমপুরে, ইউনুস গাজি এবং রউফ মণ্ডলের বাড়ি সোয়েদকাটি গ্রামে। ধৃতদের থেকে তিনটি চোরাই মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সম্প্রতি স্বরূপনগর সীমান্ত দিয়ে ঘনঘন বাংলাদেশে মোটরবাইক পাচার করা হচ্ছিল। কয়েক দিন আগে কলকাতা পুলিশ এ রকম একটি চক্রের হদিশ পেয়ে তল্লাশি শুরু করে। এরপর বসিরহাট মহকুমা প্রশাসনের কর্তারা জানতে পারেন, কুড়ি-বাইশ বছরের যুবকদের একটি দল মোটরবাইক চুরি করে বাংলাদেশে পাচার করে দিচ্ছে।

বসিরহাটের এক পুলিশ কর্তা জানান, রবিবার সন্ধ্যায় শাঁড়াপুল এলাকার সৈয়দকাটি গ্রাম থেকে রউফকে প্রথমে গ্রেফতার করা হয়। এরপর ওই যুবকের বাড়ির বিচালির গাদা থেকে উদ্ধার হয় একটি চোরাই মোটর বাইক। পুলিশের জেরায় রউফ জানায়, হাকিমপুর সীমান্ত দিয়ে সোনাই নদী পার হলেই বাংলাদেশ। গরমের দিনে সোনাই নদীতে জল থাকে না বললেই চলে। সেই সুযোগেই মোটর বাইক বাংলাদেশে পাচার করা হয়। রবিবার রাতেই ইউনুস এবং অচিন্তের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দু’টি চোরাই মোটর বাইক আটক করে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bikes stolen recovered
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE