Advertisement
১১ মে ২০২৪
Tiger

ধানক্ষেতে বাঘের পায়ে ছাপ, আতঙ্কে এলাকার মানুষ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে কয়েক জন বাসিন্দা নদীর ধারের ক্ষেতে ধান কাটতে গিয়েছিলেন। হঠাৎই ক্ষেতের মাঝের নরম জমিতে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন তাঁরা।

গ্রামের ভিতর বাঘের পায়ের ছাপ। নিজস্ব চিত্র।

গ্রামের ভিতর বাঘের পায়ের ছাপ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কুলতলি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ২৩:৫৮
Share: Save:

ফের লোকালয়ে বাঘের আতঙ্ক। দক্ষিণ ২৪ পরগনায় কুলতলির মৈপিঠ উপকুল থানার ৬ নম্বর সামন্ত পাড়ায় দেখা মেলে বাঘের পায়ের ছাপের। রবিরার রিনদীর পাড়ের ধানক্ষেতে ছাপগুলি দেখার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। খবর গিয়েছে বন দফতরেও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে কয়েক জন বাসিন্দা নদীর ধারের ক্ষেতে ধান কাটতে গিয়েছিলেন। হঠাৎই ক্ষেতের মাঝের নরম জমিতে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন তাঁরা। এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আশঙ্কা কাছের জঙ্গল থেকেই বাঘ গ্রামে ঢুকছে। তবে পায়ের ছাপ দেখা গেলেও বাঘের দেখা মেলেনি।

বৃহস্পতিবার মৈপিঠের নগেনবাদ গ্রামের মুন্ডা পাড়া এলাকাতেও বাঘের পায়ের চিহ্ন দেখা গিয়েছিল। রায়দিঘির রেঞ্চ অফিসের বন কর্মীরা গিয়ে গ্রামে জাল লাগানোর ব্যবস্থা করেন। তার পর ফের নতুন করে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tiger Sundarban
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE