Advertisement
২৭ এপ্রিল ২০২৪

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে মৃত্যু

বাঘের হামলায় প্রাণ গেল এক মত্স্যজীবীর। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পিরখালির জঙ্গলে। বছর আটান্ন-র নিখিলেশ মণ্ডল নামে মৃত ওই মত্স্যজীবীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৫ ১১:০৯
Share: Save:

বাঘের হামলায় প্রাণ গেল এক মত্স্যজীবীর। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পিরখালির জঙ্গলে। বছর আটান্ন-র নিখিলেশ মণ্ডল নামে মৃত ওই মত্স্যজীবীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়।

বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সোমবার দুপুরে পিরখালির ঘন জঙ্গলের মধ্যে একটি খাঁড়িতে দল বেঁধে কাঁকড়া ধরছিলেন নিখিলেশ মণ্ডল এবং তাঁর আরও দু’জন সহযোগী। এতটাই মনোযোগ দিয়ে কাজ করছিলেন যে খেয়ালই করেননি কখন দলের থেকে খানিকটা একলা হয়ে পড়েছেন। নদীর পাড়ে ঝোপের মধ্যে ঘাপটি মেরে ছিল বাঘ। সুযোগ বুঝে নিখিলেশবাবুর উপর ঝাঁপিয়ে পড়ে সেটি। কিছু দূর ওই মত্স্যজীবীকে মুখে করে টেনে নিয়ে যায় বাঘটি। প্রথমে দমে গেলেও পরে বাঘটিকে তাড়া করেন মৃতের সঙ্গীরা। তাড়া খেয়ে মত্স্যজীবীকে ফেলে পালায় বাঘটি। ততক্ষণে অবশ্য মৃত্যু হয়েছে ওই মত্স্যজীবীর। ওই মত্স্যজীবীর সঙ্গীরাই দেহটি তাঁর গ্রামে গোসাবার থানা এলাকার শান্তিগাছিতে নিয়ে আসেন। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর কিশোর মানকর বলেন, ‘এক মত্স্যজীবীর মৃত্যুর ঘটনা ঘটেছে। কী ভাবে ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sundarbans tiger kill crab hunter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE