চোরাপথে এ দেশে ঢোকার অভিযোগে পুলিশ বারোজন মায়ানমারের বাসিন্দাকে ধরল। তাদের মধ্যে তিনটি বাচ্চা ও পাঁচ মহিলা রয়েছে। একই সঙ্গে তারা দুই ভারতীয় দালালকেও গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যায় হাবরা থানার পুলিশ স্থানীয় জানাপুল এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই ১২জন মায়ানমারের বাসিন্দার বাড়ি সে দেশের বাইডং এলাকায়। তারা বাংলাদেশ হয়ে স্বরূপনগর সীমান্ত দিয়ে দালাল ধরে এ দেশে ঢুকেছিল। তারা স্বরূপনগরের বালতি এলাকা থেকে বাসে উঠে হাবরার জানাপুলে নামে। এক সঙ্গে বেশ কয়েকজনকে দেখে ও তাদের কথাবার্তা শুনে এলাকার মানুষের সন্দেহ হয়। তারা তাদের একটি ক্লাব ঘরে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। ধৃতেরা পুলিশকে জানায়, তারা হায়দরাবাদে যাচ্ছিল।