ট্রাক চালককে মারধরের জেরে বসিরহাটের ঘোজাডাঙায় বুধবার থেকে সীমান্ত বাণিজ্য বন্ধ। ইছামতী সেতু থেকে ঘোজাডাঙা পর্যন্ত ওল্ড সাথক্ষিরা রাস্তায় কয়েকশো ট্রাক দাঁড়িয়ে পড়েছে।
বসিরহাট থানার আইসি গৌতম মিত্র জানান, কে আগে যাবে, তা নিয়ে গণ্ডগোলের জেরে এক ট্রাক চালককে মারধর করা হয়। ওই ঘটনার জেরে বিক্ষোভ শুরু হয়। তবে উভয় পক্ষকে নিয়ে আলোচনার পরে মীমাংসা সূত্র মেলে। তবে এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষে আগামী কয়েক দিনের মধ্যে সব পক্ষকে নিয়ে মহকুমা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসা হবে বলেও জানিয়েছেন গৌতমবাবু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলত পচনশীল অর্থাৎ মাছ, ফল, পানের মতো সামগ্রী-বোঝাই ট্রাক আগে ছাড়া হয়। এই কাজ মূলত করে এলাকার কিছু যুবক। কিন্তু এর ফলে অন্য গাড়িগুলিকে ২-৫ দিন, এমনকী তারও বেশি সময় ধরে ঘোজাডাঙায় অপেক্ষা করতে হয়। এ জন্য অপেক্ষারত গাড়ি মালিকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। আগে এসে লাইনে দাঁড়ানো গাড়ি আগে ছাড়তে হবে বলে কিছু দিন ধরেই দাবি উঠছিল।