পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অশোক মাইতি। রবিবার সন্ধ্যায় পাথরপ্রতিমার অচিন্ত্যনগর পঞ্চায়েত এলাকার ঘটনা। সোমবার থানায় অভিযোগ হওয়ার পরে ওই গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মেয়েটির বাবা-মা কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন। মেয়েটি দূর সম্পর্কের এক দাদুর কাছে থেকে পড়াশোনা করে। ৫১ বছর বয়সী প্রাথমিক শিক্ষক অশোক মাইতির কাছে পড়তে যেত সে। অশোকবাবু এক আত্মীয়ের দোকান ঘরে পড়াতেন। অভিযোগ, অন্যান্য ছাত্রছাত্রীরা চলে গেলে ওই ছাত্রীকে ধর্ষণ করেন গৃহশিক্ষক। তারপর নিজেই মেয়েটিকে বাড়িতে রেখে যান। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে মেয়েটির দাদু জানিয়েছেন, নাতনি বাড়ি এসে অসুস্থ হয়ে পড়ে। তারপর বার বার প্রশ্ন করার পরে সে ঘটনার কথা জানায়। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি জেরায় অপরাধ কবুল করেছেন। মঙ্গলবার অভিযুক্তকে আলিপুর আদালতে তোলার কথা।