Advertisement
E-Paper

জীবনতলায় বাইক পাচার চক্রের হদিস! উদ্ধার ২১টি চোরাই বাইক, গ্রেফতার দুই যুবক

ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গা থেকে মোট ২১টি বাইক উদ্ধার করেছে পুলিশ। শুধু জীবনতলা বা বাসন্তী নয়, বসিরহাট-সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকেও উদ্ধার হয়েছে চোরাই বাইক। দীর্ঘ দিন ধরে এই পাচারচক্র সক্রিয় ছিল বলে অনুমান পুলিশের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৭:৪০
Two arrested in south 24 Pargana for allegedly bike theft

জীবনতলায় বাইক পাচার চক্রের হদিস। —ফাইল চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বাইক পাচার চক্রের হদিস মিলল। গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২১টি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসন্তীর সোনাখালি এলাকা থেকে মইদুল লস্কর নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় আরও এক অভিযুক্তের নাম। এর পরে জীবনতলার দাহারানি এলাকা থেকে সাহারুল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।

ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গা থেকে মোট ২১টি বাইক উদ্ধার করেছে পুলিশ। শুধু জীবনতলা বা বাসন্তী নয়, বসিরহাট-সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকেও উদ্ধার হয়েছে চোরাই বাইক। দীর্ঘ দিন ধরে এই পাচারচক্র সক্রিয় ছিল বলে অনুমান পুলিশের।

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বাইক পাচার করা হত কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জেরা করতে চায় পুলিশ। এই চক্রে আর কেউ জড়িত কি না, তার খোঁজেও তল্লাশি চলছে। ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল বলেন, “গোটা চক্রটিকে ভাঙার জন্য আমরা কাজ করছি। এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েক জনের নাম উঠে এসেছে, তদন্ত চলছে।”

bike trafficking Bike Theft Jibantala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy