স্বামীকে খুনের ঘটনায় দুই প্রেমিকই সাহায্য করেছিল ফরিদাকে, প্রাথমিক জেরার পরে এ কথা জানিয়েছে পুলিশ।
ঘুমন্ত অবস্থায় স্বামী ফকির আহমেদের গলা টিপে মেরেছিল ফরিদার প্রাক্তন প্রেমিক ইব্রাহিম মণ্ডল। পুলিশি জেরায় এ কথা জানিয়েছে ফরিদা। বসিরহাট পুলিশ জেলার সুপার কে শবরী কুমার বলেন, ‘‘ফকির খুনে জড়িত ফরিদা বিবি, সাহিদ মণ্ডল, ইব্রাহিম মণ্ডল এবং সাহিদা বিবিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।’’
পুলিশ জানিয়েছে, গত শনিবার বসিরহাটের মাটিয়া থানার ঘোড়ারাস বেলতলা এলাকার ফকির খুন হন। রবিবার সকালে বাড়ির কাছে রাস্তার পাশ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। স্বামী খুনে অভিযুক্ত স্ত্রী ফরিদাকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে গ্রেফতার করে আদালত থেকে সাতদিনের জন্য নিজেদের হেফাজতে নেয়।