Advertisement
০৮ মে ২০২৪
Diamond Harbour

জেলের মধ্যে অস্বাভাবিক মৃত্যু হল বিজেপির এক কর্মীর, চাঞ্চল্য ডায়মন্ড হারবারে

তিনি ফলতার দক্ষিণ কলাগাছিয়া এলাকার বাসিন্দা। সোমবার সকালে ডায়মন্ড হারবার উপসংশোধনাারের মধ্যেই তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ১১ মে ২০২১ ০১:০৬
Share: Save:

সংশোধনাগারে এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডায়মন্ড হারবারে। মৃত ওই ব্যক্তির নাম স্বপন মণ্ডল (৫০)। তিনি ফলতার দক্ষিণ কলাগাছিয়া এলাকার বাসিন্দা। সোমবার সকালে ডায়মন্ড হারবার উপসংশোধনাারের মধ্যেই তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ৪ এপ্রিল এলাকায় গণ্ডগোলের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল ফলতা থানার পুলিশ। পর দিন আদালতে পেশ করা হলে তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ৫ এপ্রিল থেকে ডায়মন্ড হারবার উপসংশোধনাগারেই বন্দি ছিলেন তিনি। সোমবার সকালে তাঁকে ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। এর পরই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুফল ঘাটু বলেন, “এলাকায় বিজেপির সংগঠনের হাল ধরেছিলেন স্বপন। তাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল তাঁকে। এবার জেলের মধ্যেই তাঁর মৃত্যু হল।“

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diamond Harbour
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE