লো ভোল্টেজের কারণে ভাল করে আলো জ্বলে না। পাখাও ঠিকঠাক ঘোরে না। তিন মাস ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছে মানুষকে। অতিষ্ঠ হয়ে সোমবার দেগঙ্গার বেড়াচাঁপায় বিদ্যুৎ দফতরে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য, সমস্যার কথা একাধিকবার সংশ্লিষ্ট দফতরে জানিয়েও সুরাহা হয়নি।
এ দিন গোলমালের খবর পেয়ে পুলিশ পৌঁছয়। কিন্তু তত ক্ষণে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে গিয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১২টা নাগাদ বেশ কিছু গ্রামবাসী বেড়াচাঁপা বিদ্যুৎ দফতরের সামনে এসে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের মধ্যে কয়েক জন জোর করে স্টেশন মাস্টারের ঘরে ঢুকতে চান। তখন ওই দফতরের নিরাপত্তা কর্মী দেবাশিস রায় তাঁদের বাধা দেন। অভিযোগ, সে সময়ে বিক্ষোভকারীদের মধ্যে কয়েক জন দেবাশিসবাবুকে মারধর করে। গেট ভেঙে দফতরের মধ্যেও ঢুকে পড়ে উত্তেজিত জনতা।
বেড়াচাঁপা বিদ্যুৎ দফতরের স্টেশন মাস্টার গৌরবভূষণ দত্ত বলেন, ‘‘দেগঙ্গার উত্তর কাউকেপাড়া এলাকায় যে, বিদ্যুতের লো ভোল্টেজ আছে তা আগে কেউ আমাদের জানায়নি। আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে এলাকার মানুষ যাতে বিদ্যুতের উন্নত পরিষেবা পান, সেই চেষ্টা করব।’’