Advertisement
১১ মে ২০২৪
Raidighi

অমাবস্যার কোটালের জেরে রায়দিঘিতে ভাঙল মণি নদীর বাঁধ

বাড়ি-ঘরের পাশাপাশি বিঘার পর বিঘা চাষের জমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।

রায়দিঘিতে ভাঙল মণি নদীরবাঁধ। নিজস্ব চিত্র।

রায়দিঘিতে ভাঙল মণি নদীরবাঁধ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়দিঘি শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৬:১১
Share: Save:

অমবস্যার কোটারেল জেরে সুন্দরবনের রায়দিঘিতে মণি নদীর বাঁধ ভেঙে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। ভাঙনের খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রায়দিঘির কুমড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গায়েনেরঘেরী এলাকায়। তবে খবর পেয়েই স্থানীয় প্রশাসন ও সেচ দফতরের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে বাঁধ মেরামতের কাজ শুরু করেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর, সোমবার বিকেলে মণি নদীতে জোয়ার আসে। তার জেরে স্লুইস গেট লাগোয়া বাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে যায়। ভাঙা বাঁধ দিয়ে হু হু করে জল ঢুকতে থাকে গ্রামের মধ্যে। বাড়ি-ঘরের পাশাপাশি বিঘার পর বিঘা চাষের জমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।

তবে বাঁধ ভাঙার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান মথুরাপুর-২ ব্লক প্রশাসন ও সেচ দফতের প্রতিনিধিরা। পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত বাঁধ মেরামতের নির্দেশ দেন তাঁরা। হাত লাগান স্থানীয়রাও। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও রেজওয়ান আহমেদ বলেন, “বাঁধ ভাঙার খবর আসতেই বিডিও অফিস থেকে প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। সেচ দফতর দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। আপতত এলাকার বাসিন্দারা বিপদমুক্ত।” ঘটনাস্থলে যান জেলা পরিষদের সদস্য অলোক জলদাতাও।

এর আগে আমফানের তাণ্ডবে মণি নদীর বাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে যায়। জল ঢুকে বহু বাড়ি, চাষের জমি জলের তলায় চলে যায়। আস্তে আস্তে সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই পূর্ণিমা ও অমাবস্যার কোটালে মাঝে মধ্যেই বাঁধ ভাঙতে থাকায় রীতিমত আতঙ্কিত স্থানীয়রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sundarban River
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE