পরিস্রুত পানীয় জলের দাবিতে ঘড়া-বালতি হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মহিলারা। শনিবার হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকার ঘটনা।
ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় বহু দিন ধরে আর্সেনিকমুক্ত পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না মানুষ। স্থানীয় বিধায়ককে জানিয়েছিন, তারপরেও কাজ হয়নি বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় পুলিশ। জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বিক্ষোভকারী দেবযানী মণ্ডল, সুরেশ করণ বলেন, ‘‘বহু দিন ধরে আমরা পানীয় জল পাচ্ছি না। অবিলম্বে পানীয় জলের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’’ এ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, ‘‘ওই এলাকার মানুষের পানীয় জলের কষ্ট রয়েছে বহু দিন ধরে। প্রকল্পের কাজ চলছে, খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)