পানিহাটির ফুসফুস বলে পরিচিত অমরাবতী মাঠ বিক্রির জল্পনায় বিতর্ক তৈরি হয়েছিল। রাজ্য সরকার প্রায় ৮৫ বিঘা ওই মাঠ অধিগ্রহণের ভাবনাচিন্তা করছে বলে প্রশাসনের অন্দরের খবর। যদিও প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি কোনও প্রশাসনিক কর্তা।
সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব চিলড্রেন ইন ইন্ডিয়া নামে বেসরকারি একটি সংস্থা জমিটির মালিক। সম্প্রতি জল্পনা ছড়ায়, মাঠের বড় অংশ আবাসন প্রকল্পের জন্য বিক্রি করে দেওয়া হবে। তবে বাকি অংশে জনকল্যাণমূলক কাজ করবে বলে দাবি করে ওই সংস্থা। বিষয়টি নিয়ে পানিহাটির বিধায়ক ও পুরপ্রধানকে চিঠিও দেয় তারা। স্থানীয় প্রশাসন মাঠ ধ্বংসের বিষয়টি জেনেও চুপ রয়েছে, এই অভিযোগ তুলে প্রতিবাদে নামেন স্থানীয়েরা। তাতে যুক্ত হয় বিরোধী রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠনও।
হইচই শুরুর পরে মঙ্গলবার রাজ্য হস্তক্ষেপ করে বলে খবর। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, ওই মাঠ অধিগ্রহণ করতে মনস্থির করেছে নবান্ন। জানা যাচ্ছে, মাঠের চরিত্র খতিয়ে দেখে জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশও দিয়েছে প্রশাসনের শীর্ষ মহল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)