স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার করা স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে হাবরা থানার আনোয়ার বেরিয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ জুলাই দীপঙ্কর মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তার পরে দীপঙ্করের ভাই হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান, তাঁর দাদাকে খুন করেছেন তাঁর বৌদি।
আরও পড়ুন:
দীপঙ্করের দেহ হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসাত হাসপাতাল মর্গে। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে, শ্বাসরোধ করে মারা হয়েছে দীপঙ্করকে। শনিবার সকালে হাবড়া থানার পুলিশ দীপঙ্করের স্ত্রী শম্পা মণ্ডলকে গ্রেফতার করে। তাঁকে পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।