ক্যাপসুল থেকে ওষুধ বের করে তার মধ্যে তুঁতে ভরে স্বামীকে খাইয়ে খুনের চেষ্টা করেছিল স্ত্রী—সেই অভিযোগে রবিবার হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বর থেকে ওই তরুণীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আলো মণ্ডল। তুঁতে হল কপার সালফেট। মানুষের শরীরে বেশি পরিমাণে গেলে এর বিষক্রিয়ায় ক্ষতি হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের বাসিন্দা আলোর সঙ্গে এক বছর আগে বিয়ে হয় হাবড়া থানার গোয়ালবাটি এলাকার মনোজিৎ মণ্ডলের। তিনি সেলাই মিস্ত্রি। বিয়ের পর থেকে নানা কারণে তাঁদের মধ্যে অশান্তি লেগে ছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন দু’য়েক আগে মনোজিৎ অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকালে আলো স্বামীকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। ওষুধও কিনে আনে সে। বাড়িতে এসে চিকিৎসকের দেওয়া ওষুধ আলো স্বামীকে খাওয়ায়। অভিযোগ, ওষুধ খাওয়ার পর থেকে সে আরও অসুস্থ হয়ে পরে। মনোজিৎ বমি করতে থাকেন। বিকেলে স্ত্রী আবার ওষুধ খাওয়াতে গেলে মনোজিতের বৌদি শুক্লা দেখতে পান ক্যাপসুলের মধ্যে আলো কিছু মেশাচ্ছে। হাতে নাতে ধরা পড়ে সে।