Advertisement
০৪ মে ২০২৪

ফের জ্বরে মৃত্যু দেগঙ্গায়

দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের বোড়ামারির বিলপাড়ার ঘটনা। মৃতার নাম আর্জিনা বিবি (২০)। রবিবার গভীর রাতে কলকাতার আরজিকর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনিক উদাসীনতার জন্য জ্বরের প্রকোপ ছড়িয়ে পড়ছে। এখনও পর্যন্ত গ্রামে ৩০ জন জ্বর নিয়ে বারাসত জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
দেগঙ্গা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০২:১৪
Share: Save:

ফের মৃত্যু হল জ্বরে আক্রান্ত এক মহিলার।

দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের বোড়ামারির বিলপাড়ার ঘটনা। মৃতার নাম আর্জিনা বিবি (২০)। রবিবার গভীর রাতে কলকাতার আরজিকর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনিক উদাসীনতার জন্য জ্বরের প্রকোপ ছড়িয়ে পড়ছে। এখনও পর্যন্ত গ্রামে ৩০ জন জ্বর নিয়ে বারাসত জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোড়ামারি গ্রামের বাসিন্দা আব্দুল রশিদ এবং স্ত্রী আর্জিনা বিবি পাঁচ দিন আগে জ্বরে আক্রান্ত হন। বিশ্বনাথপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ওষুধ দিলেও জ্বর কমছিল না। রবিবার সকালে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করানো হয় ওই দম্পতিকে। রশিদ বলেন, ‘‘রাতে স্ত্রীর অবস্থার অবনতি হওয়ায় আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই উনি মারা যান।’’

মৃতার মামা শেখ আব্বাস আলি বলেন, ‘‘আরজিকরে মেঝেতে রেখে ভাগ্নির চিকিৎসা হচ্ছিল। রবিবার থাকায় কোনও ডাক্তারও পাওয়া যায়নি। নার্সরা দেখাশোনা করছিলেন।’’ আব্বাসের ক্ষোভ, “হাসপাতাল জুড়ে শুধু জ্বরে আক্রান্ত রোগী। অথচ কোনও চিকিৎসা ব্যবস্থা নেই। এক রকম বিনা চিকিৎসায় মারা গেল” আব্দুলের প্রশ্ন, ‘‘কেন সঠিক চিকিৎসা পেলেন না স্ত্রী? কেন মাতৃহারা হতে হল আমার সন্তানকে?’’

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে সাধ্য মতো পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

জ্বরে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে দেগঙ্গায়। দেগঙ্গার বেড়াচাঁপা-২ পঞ্চায়েতের যাদবপুর গ্রামের কারিগর পাড়ায় বাপেরবাড়িতে বেড়াতে এসে জ্বরে আক্রান্ত হন মঞ্জুরা বিবি (২৬) নামে এক মহিলা। শনিবার তাঁর মৃত্যু হয়। এর আগে, জ্বরে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার কলকাতা মেডিক্যালে মারা যান ওই গ্রামেরই বিটন নাথ (২৭)। শুক্রবার ভোরে বারাসতের একটি নার্সিংহোমে মৃত্যু হয় ওই গ্রামের সোমেন পালের (২৪)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE