Advertisement
E-Paper

সিনেমা হলে প্রেমিকাকে ধর্ষণ, ফেরার ‘প্রেমিক’

শো তখন শেষ। সন্ধ্যা ৭টা। হল থেকে বেরিয়ে গিয়েছেন দর্শকেরা। নিয়মমাফিক পরীক্ষা করতে গিয়ে সিনেমা হলের বক্স ঠেলেই চমকে উঠলেন টিকিট পরীক্ষক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৫ ০০:২০
বন্ধ সিনেমা হল। ছবি: নির্মল বসু।

বন্ধ সিনেমা হল। ছবি: নির্মল বসু।

শো তখন শেষ। সন্ধ্যা ৭টা। হল থেকে বেরিয়ে গিয়েছেন দর্শকেরা। নিয়মমাফিক পরীক্ষা করতে গিয়ে সিনেমা হলের বক্স ঠেলেই চমকে উঠলেন টিকিট পরীক্ষক। বিবস্ত্র, অচৈতন্য অবস্থায় বক্সের সিটে পড়ে রয়েছেন এক তরুণী! ওই বক্সেই হাজির আরও এক তরুণ। পুলিশের কাছে ওই তরুণীর অভিযোগ, তাঁকে ঠান্ডা পানীয় খাইয়ে সিনেমা হলের ওই বক্সে বার বার ধর্ষণ করেছে তাঁর ‘প্রেমিক’। তাঁর অবস্থা এতটাই গুরুতর যে ওই তরুণীর জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে।

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ওই সিনেমা হলের বক্সের মধ্যে টিকিট পরীক্ষককে দেখেই চম্পট দিতে চায় ওই তরুণ। কিন্তু তরুণীর অবস্থা দেখে টিকিট পরীক্ষকের সন্দেহ হয়। তিনি বলেন, এখনই ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা না করলে তিনি পুলিশ ডাকবেন। বেগতিক দেখে অভিযুক্ত রাজদীপ পালাতে গেলে সিনেমা হলের কর্মীরাই তাকে ধরে ফেলে। বাধ্য হয়ে গাড়ি ভাড়া করে তাঁকে কাছাকাছি এক চিকিৎসকের কাছে নিয়ে যায় ওই যুবক। ওই চিকিৎসক তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খবর যায় পুলিশেও। জানা যায়, যুবকটির নাম রাজদীপ সিংহ। বাড়ি ধান্যকুড়িয়ায়। সে বসিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার সঙ্গে ওই তরুণীর বছর দেড়েকের পরিচয়। পরিচয় থেকে ঘনিষ্ঠতা ও ‘প্রেম’। মঙ্গলবার রাজদীপ তার প্রেমিকাকে নিয়ে মোটরসাইকেলে চেপে ওই সিনেমা হলে গিয়েছিল।

যে সিনেমা দেখতে রাজদীপ তার ‘প্রেমিকা’কে নিয়ে গিয়েছিল, তার নাম ‘জামাই ৪২০’!

বাদুড়িয়া থানার ওসি কল্লোল ঘোষ বলেন, “তরুণীর বাবার কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরে পুলিশ গিয়ে দেখে, তত ক্ষণে অভিযুক্ত রাজদীপ সিংহ এবং তার পরিবারের সকলে বাড়ি ছেড়ে পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করার পাশাপাশি ইতিমধ্যেই সিনেমা হলটি সিল করে দেওয়া হয়েছে।’’ পুলিশের দাবি, তদন্তে দোষী প্রমাণিত হলে সিনেমা হলের মালিককেও গ্রেফতার করা হবে।

শনিবার হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে ওই তরুণীর বাবা বলেন, ‘‘আমার একমাত্র মেয়ে পড়াশোনার পাশাপাশি নার্সিংয়ের প্রশিক্ষণ নিচ্ছিল। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ হাসপাতাল থেকে মোবাইলে জানানো হয়, দুর্ঘটনায় পড়ায় মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে গিয়ে জানতে পারি মেয়েকে ধর্ষণ করায় সে গুরুতর আহত হয়েছে। তার জরুরি অপারেশ শুরু হয়েছে। এক দিন পরে জ্ঞান ফিরলে মেয়ে বলে, রাজদীপ তাকে সিনেমা হলে নিয়ে গিয়ে পানীয়ের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর জ্ঞান হারালে একাধিক বার ধর্ষণ করে।’’ ওই তরুণীর জ্যাঠা বলেন, ‘‘ওর শারীরিক অবস্থা দেখে চিকিঠসক মনে করছেন, একাধিক ব্যক্তি ধর্ষণের সঙ্গে যুক্ত। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের সকলের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা পুলিশ ও প্রশাসনের কাছে সেই আবেদন করছি।’’

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার পর রাজদীপের মা হাসপাতালে নিয়ে যান ওই তরুণীকে। তাকে ভর্তির সময়ে রাস্তায় দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়। এর ফলে রাজদীপের বাবা এবং মায়ের নামে প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে। অভিযোগ, এমন ঘটনা এই প্রথম নয়, কয়েক মাস আগে বসিরহাট শহরের একটি সিনেমা হলের বক্সে (বিশেষ ভাবে ঘেরা বসার জায়গা) প্রেমিকের হাতে প্রেমিকা ধর্ষিত হওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার পরে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মহকুমার প্রতিটি সিনেমা হল মালিককে ডেকে বক্স ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। হল মালিকেরা বক্স ভেঙে ফেললেও বক্সের টিকিট দামি বলে ফের তা তৈরি করা হয় বলে অভিযোগ। বক্সের মধ্যে বহু আপত্তিকর ঘটনা ঘটে বলে এর আগে বহু বার অভিযোগ উঠেছে।

সরকারি নির্দেশের পরেও হলগুলিতে বক্স রয়েছে কী করে?

বসিরহাটের এসডিপিও অভিজিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সিনেমা হলগুলিতে বক্স বন্ধ করার জন্য সংশ্লিষ্ট দফতরকে লিখিত ভাবে জানানো হয়েছে।’’ মহকুমাশাসক শেখর সেন বলেন, ‘‘সব সিনেমা হল মালিককে বক্স ভেঙে ফেলার জন্য বলা হয়েছিল। এখন শুনছি বক্স করা হয়েছে। অবিলম্ব বক্স ভেঙে ফেলা না হলে হল মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

cinema hall rape rape in cinema hall baduria rape baduria cinema hall lady love rape youth absconded raping lover abpnewsletters MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy