বুধবার সকালে বনগাঁ শহরের প্রতাপগড় এলাকায় কুকুরের মুখে একটি মানুষের বাচ্চা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ ওই দৃশ্য দেখে কুকুরটিকে তাড়া করলে বাচ্চা ফেলে সে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মৃত বাচ্চাটির কোনও মাথা ছিল না। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সেটিকে নিয়ে যায়। এলাকার মানুষের অভিযোগ, শহরে কিছু জায়গায় বেআইনি গর্ভপাতের কারবার চলছে রমরমিয়ে। ওই বাচ্চাটি জন্মানোর আগেই হয়তো গর্ভপাত করানো হয়েছিল। পরে কোথাও ফেলে দেওয়া হয়।