গলায় ওড়নার ফাঁস লাগানো এক ছাত্রীর দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার ডায়মন্ড হারবার ১৬ নম্বর ওয়ার্ডের নাইয়াপাড়ার ঘটনা। সেখানেই একটি মেসে থাকতেন সোনামণি সামন্ত (২১) নামে ফকিরচাঁদ কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী। বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। মেসের অন্য মেয়েরা তাঁর ঝুলন্ত দেহ দেখে বাড়ির মালিককে জানান। পুলিশ এসে দেহ উদ্ধার করে। একটি সুইসাইড নোট মিলেছে। তাতে লেখা, ‘‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’’ তবে হাতের লেখা খতিয়ে দেখছে পুলিশ। এ দিন বিকেলে সোনামণির কাছে একটি ফোন এসেছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমঘটিত কোনও কারণেই আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। কার ফোন এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।